সিরিয়ায় সন্ত্রাসবাদীদের সমর্থনের জন্য তুরস্ককে অনেক মূল্য দিতে হবে – বাশার আসদ
আন্তর্জাতিক: সিরিয়ায় সন্ত্রাসবাদীদের সমর্থনের জন্য তুরস্ককে অনেক মূল্য দিতে হবে, কারণ সন্ত্রাসবাদীরা যেকোনো সময়ে অস্ত্র ঘুরিয়ে তাক করতে পারে আঙ্কারার দিকে.
এ বিবৃতি দিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আসদ, তুরস্কের “হল্ক টিভি” টেলি-চ্যানেলে শুক্রবার প্রচারিত ইন্টারভিউতে. সিরিয়ার রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, চরমপন্থীদের সাহায্যের জন্য এ দেশের সরকারকে অনেক মূল্য দিতে হবে. সন্ত্রাসবাদকে খেলার তাস হিসেবে ব্যবহার করা উচিত্ নয়, যা যেকোনো সময়ে পকেটে লুকিয়ে ফেলা যায়, মনে করেন আসদ. তুরস্ককে সিরিয়ার বিরোধীপক্ষের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বলে মনে করা হয়. এর প্রাক্কালে তুরস্কের পার্লামেন্ট এক বছরের জন্য সিরিয়ায় সীমান্ত পারের সামরিক অভিযান চালানোর জন্য সরকারের ম্যান্ডেট বাড়িয়েছে.
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ