গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েস্ট রিজিওনাল সম্মেলন ও নির্বাচন-২০১৩ সম্পন্ন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
রকিব মনসুর, বৃটেন থেকে : বৃটেনের বাঙালী কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েস্ট রিজিওনাল সম্মেলন ও নির্বাচন-২০১৩ গত ৬ অক্টোবর বৃস্টলের বাংলাদেশ হাউস সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শেখ শাহজাহান তরফদার চেয়ারপার্সন, সৈয়দ আবু সাইদ জেনারেল সেক্রেটারী ও জিয়াউল হক ট্রেজারার নির্বাচিত।
সংগঠনের রিজিওনাল চেয়ারপার্সন সাবেক ছাত্রনেতা শাহজাহান আহমদ তরফদারের সভাপতিত্বে এবং ৭১’র বীর মুক্তিযোদ্ধা কমিউনিটি লিডার মো. রেজাউল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার সাবেক ছাত্রনেতা ব্যারিষ্ট্রার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের জেনারেল সেক্রেটারী কমিউনিটি লিডার মির্জা আসহাব বেগ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ভাইস চেয়ারপার্সন ৭১’র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের প্রাক্তন চেয়ারপার্সন, সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস, বৃস্টলের কমিউনিটি লিডার মো. সালেহ আহমদ ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের চেয়ারপার্সন হাজী লিয়াকত আলি, জিএসসির কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব আসাদ মিয়া, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান, মকলিস মিয়া, মতিউর রহমান, হেলাল আহমদ তরফদার ও হাজী আব্দুস সালাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মুহিদুল ইসলাম।
সম্মেলনে বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারী হেলাল আহমদ তরফদার ও বিদায়ী ট্রেজারার হাজী মো. আব্দুস সালাম।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি লিডার সালেহ আহমদ ও নির্বাচন কমিশনার শেখ লুৎফুর রহমান রাজার পরিচালনায় অুনষ্ঠিত নির্বাচনে শাহজাহান আহমদ তরফদারকে পূনরায় চেয়ারপার্সন, সৈয়দ আবু সাঈদ আহমদকে জেনারেল সেক্রেটারী ও জিয়াউল হককে ট্রেজারার করে ৩২ সদস্য বিশিষ্ট সাউথ ওয়েস্ট রিজিওনাল কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্ট্রার আতাউর রহমান সাউথ ওয়েস্ট রিজিওনের বিগত দিনের কর্মকান্ডের প্রশংসা করে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরো বলিষ্ট ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ