• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অভিবাসন সংস্কারের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

| অক্টোবর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন সংস্কারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ  করেছে। নিউ ইয়র্কে শনিবারের এ বিক্ষোভে অংশ নিয়েছিল প্রায় ৩০০০ বিক্ষোভকারী। এর বেশিরভাগই ছিলেন এশিয়ান, হিসপ্যানিক এবং আরবের অভিবাসী।

প্রথমে নিউ ইয়র্কে সমবেত হয়ে পরে ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজের দিকে যাত্রা করে তারা। ক্যালিফোর্নিয়াতেও বিক্ষোভকারীরা সমবেত হয়ে হলিউড অভিমুখে যাত্রা করে। এভাবে যুক্তরাষ্ট্রের প্রায় ১৬০টি নগরীতে শনিবার অবৈধ অভিবাসীরা এক কোটি ১০ লাখ অভিবাসীর দুর্ভোগ অবসানের লক্ষ্যে অভিবাসন আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী ৩০ বছর বয়সী হনডুরাসের অধিবাসী ড্যানিক মার্টিনেজ বলেন, আমাদেরকে যারা বিরোধিতা করেন তাদের মন শান্তিপূর্ণভাবে জয় করে নিতে হবে।

প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস এবং কাজ করে আসা মার্টিনেজ আরও বলেন, অবৈধ অভিবাসীদের ব্যাপারে একটি চুক্তি করিয়ে নিতেই হবে। অভিবাসীদের আত্মসম্মান এবং শ্রদ্ধার লক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন। অবৈধ শ্রমিকদের বৈধতা দেয়ার বিষয়টি সমর্থনকারী বিভিন্ন সংগঠন পরে এতে সমর্থন দিয়েছে।

আয়োজকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে একটি সমন্বিত প্রস্তাব গ্রহণে কংগ্রেসকে চাপ দিতে তারা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। এতে ১৩০০০০ মানুষ যোগ দিয়েছিল বলে তারা দাবি করেন। ডেমক্রেট মেয়র প্রার্থী বিল ডি ব্লাসিও বলেছেন, নিউ ইয়র্কে আমাদের বিশেষ কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের শহর অভিবাসীর শহর। এজন্য আমরা গর্বিত। এ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply