আর্থিক সংকট : চাকরি হারাচ্ছে ফ্রান্সের সাত হাজার পাঁচশ সেনা
ইউরো সংবাদ: ২০১৪ সালের মধ্যে ফ্রান্সের প্রায় ৭,৫০০ সেনা চাকরি হারাতে যাচ্ছে। সে দেশটির আর্থিক সংকটের কারণে গৃহীত ব্যয় সংকোচন নীতিমালারা আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানিয়েছে তবে নাম প্রকাশ করতে চায়নি সূত্রটি। এর আগে, গত এপ্রিল মাসে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাস জানিয়েছিলেন, ব্যয় সংকোচননীতির আওতায় ছয় বছরে ৩৪ হাজার ব্যক্তিকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। ইউরোপের মধ্যে ফ্রান্সের সেনাবাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। সূত্র: বিবিসি অনলাইন।
যখন ফ্রান্সে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে এবং প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির অর্থনীতি স্থিতিশীল করতে ব্যর্থ হয়েছেন তখন এসব চাকরি ছাঁটাই করা হচ্ছে। সরকারের এ পরিকল্পনা এবং তার তাৎক্ষণিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির জাতীয় সংসদের প্রভাবশালী সদস্য মারসেয়াল-ল্য পেঁ। তিনি বলেছেন, সরকার আমাদের জাতীয় সেনাবাহিনীকে বিক্রি করে দিচ্ছে এবং স্বল্প-মেয়াদি ব্যয় সংকোচননীতি নিয়ে আমাদের কূটনীতিকে পরাজিত করেছে। এর জন্য আগামী দিনগুলোতে আমাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অনেক মূল্য দিতে হবে।
Category: 1stpage, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ