• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভারতের স্বার্থে সুন্দরবন ধংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রবাসীরা মেনে নেবেনা- মাহিদুর রহমান

| অক্টোবর 9, 2013 | 0 Comments
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

 আবু তাহির,ফ্রান্সঃ দেশের সিংহ ভাগ মানুষের বিরোধিতা সত্ত্বেও ক্ষমতায় থাকতে ভারতের সমর্থনের আশায় সরকার সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে যা বাংলাদেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ।দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছ থেকে গোপন সাপোর্ট পেতেই এই প্রকল্পে রাজি হয়েছে সরকার।মানুষ ও পরিবেশের স্বার্থে এই প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে প্রবাসীদের প্রতি আহবান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।এটি একটি  আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন এই প্রকল্পের ফলে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটবে যে ক্ষতি পুরন করার কোন ক্ষমতা বাংলাদেশের থাকবেনা।

 নির্দলীয় সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সরকার বেসামাল হয়ে গেছে তাই কোন সিদ্ধান্ত ঠিক মত নিতে পারছেন না, তবে এ পরিস্তিতি বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে তিনি সালাহউদ্দিন কাদের চৌধুরীর উপর করা ট্রাইবুনালের রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে পুরো জাতি মর্মাহত, ও ক্ষুব্ধ।রায়ের আগে রায় পাশ হওয়া পৃথিবীতে মনে হয় এটাই নজিরবীহিন।রায়ের কপি পাশ হওয়ার ফলে  দেশে-বিদেশে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।এই ট্রাইব্যুনাল গঠন ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি সব সময় স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের পক্ষে উল্লেখ করে তিনি বলেন,এই বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্রে লিপ্ত।তার সুষ্ট প্রমান জাতির সামনে পরিষ্কার।

  গতকাল প্যারিসের মেট্রো হোশে এক অভিজাত হলরুমে সফিক মিয়ার সভাপতিত্বে মিছবাহ আহমেদ ও শ্যামল দাসের যৌথ পরিচালনায় মৌলভিবাজার প্রবাসী কল্যান  সংস্হা কতৃক আয়োজিত এক সভায় তিনি ফ্রান্স বিএনপি কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন জাতির দুর্দিনে ঐক্যের বিকল্প নেই।ঐক্যবদ্ধভাবে প্রবাসে জনমত গঠন করতে হবে উল্লেখ করে তিনি বলেন শীঘ্রই ফ্রান্স সফরে দেশরত্ন তারেক রহমান আসবেন।

মৌলভিবাজার প্রবাসী কল্যান সংস্হার প্রতি শুভেচ্ছা গ্গাপন করে তিনি বলেন প্রবাসে আন্তরিকতার মাধ্যমেই বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা সম্বভ।   সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউকে বিএনপির সাবেক আহবায়ক ও ইউরোপ বিএনপির অন্যতম নেতা  এম এ মালেক,ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ সাইফুর রহমান,সিরাজুর রহমান,সাহেদ আলী,এম এ তাহের,হাজী হাবীব,হেনু মিয়া,শাহজামাল,জালাল খান,সাবেক ছাত্রনেতা শামীম বাহার বাপ্পী,আজিজুল ইসলাম,দিব্য রায়,আফজাল হোসেন,বদরুল ইসলাম,এপলু মির্জা,তারেক আহমদ তাজ,দ্বিজন দাস,আলতাফ হোসেন,সাইফুর রহমান,আলী হোসেন,সেজুল,নিয়ামুল,আব্দুর রহমান,সাদ আলী হোসেন,এমাদ আহমদ,জানু মিয়া,প্রমুখ।

উল্লেখ্য সভা থেকে তারেক আহমদ তাজ সহ উপস্তিত নেতৃবৃন্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাহিদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসাবে মৌলভিবাজার সদর আসনে প্রতিদন্ধিতার জোর আহবান জানান।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply