• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার

| অক্টোবর 9, 2013 | 0 Comments

দেশের খবর: শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার৷ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে বাঙালির শারদোত্‍সবের৷ পাঁচদিনের এই উত্‍সব শেষ হবে ১৪ই অক্টোবর সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে৷

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উত্‍সবকে ঘিরে সারা দেশে এখন উত্‍সবের আমেজ বইছে৷ এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মন্দির-পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি৷ শারদীয় দুর্গোত্‍সবের প্রাক্কালে বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এই উদ্বেগের কথা জানান কমিটি সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী৷ তারা এসব ঘটনার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান৷

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এবার সারা দেশে প্রায় সাড়ে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গোত্‍সব অনুষ্ঠিত হচ্ছে৷ গতবারের তুলনায় এবার ৮শত মণ্ডপ বেড়েছে৷ ঢাকা মহানগরীতে এবারের পূজামণ্ডপের সংখ্যা ২১৪টি৷ যা গত বছরের তুলনায় ১২টি বেশি৷ কানুতোষ বলেন, সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে৷ আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে বলে জানান তিনি৷

পুরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন৷ বসন্তে তিনি পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়৷ কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরত্‍কালের অমাবস্যা তিথিতে, যা শারদীয় দুর্গোত্‍সব নামে পরিচিত৷ দেবীর শরত্‍কালের পূজাকে এজন্যই হিন্দুমতে অকাল বোধনও বলা হয়৷ সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার এবার দেবী দোলায় (পালকি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন৷ যার ফল হচ্ছে মড়ক৷ আর বিদায় নেবেন গজে (হাতি) চড়ে৷ যার ফল হিসেবে বসুন্ধরা হবে সুজলা, সুফলা ও শস্যপূর্ণা৷

শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে বৃহস্পতিবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস৷ ষষ্ঠীতিথিতে সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ৷ সায়ংকালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হবে৷ সেই সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোত্‍সব৷ শুক্রবার মহাসপ্তমী, শনিবার মহাষ্টমী ও কুমারী পূজা,রবিবার মহানবমী এবং সোমবার বিজয়া দশমী৷ শেষ দিনে বিজয়া দশমীতে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হবে৷

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ডয়চে ভেলেকে বলেন, দুর্গোত্‍সব চলাকালে পূজার প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন করা হবে৷ এছাড়া দেশজুড়ে দুর্গোত্‍সব চলাকালে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে৷ ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তবে কিছু কিছু এলাকায় মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটছে৷ দ্রুত এসব বন্ধ করতে হবে৷

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ডয়চে ভেলেকে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, ব়্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন৷ কোথাও কোন অভিযোগ আসা মাত্রই তাত্‍ক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তিনি বলেন, পুলিশ এবং ব়্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবেন৷ আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা কমিটির সদস্যদের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলে জানান আইজিপি৷ এছাড়া ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে৷ আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করছে৷

রাজধানীতে কেন্দ্রীয় পূজা উত্‍সব বলে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপে বৃহস্পতিবার পাঁচদিনের শারদীয় দুর্গোত্‍সবের উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷ এছাড়া পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন৷

Category: 1stpage, দেশের খবর

About the Author ()

Leave a Reply