• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভয়াবহ বিপর্যয়ের কাছাকাছি আমেরিকা: বিশ্বব্যাংক

| অক্টোবর 13, 2013 | 0 Comments

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম

 আন্তর্জাতিক: ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কাছাকাছি পৌঁছে গেছে আমেরিকা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। দেশটির কেন্দ্রীয় বাজেট সংকট ও জাতীয় ঋণের সীমা নিয়ে ক্ষমাতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

 ইয়ং কিম বলেন, “আমরা বিপজ্জনক মুহূর্ত থেকে আর মাত্র পাঁচ দিন দূরে আছি। আমি মার্কিন নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাব- তারা যেন সমস্ত অর্থ শেষ হওয়ার আগেই দ্রুত একটা সমঝোতায় পৌঁছান; অন্যথায় সুদের হার বেড়ে যাবে, আস্থা বিনষ্ট হবে এবং প্রবৃদ্ধি কমে যাবে।”

 ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র যৌথ বার্ষিক সভা শেষে গতকাল (শনিবার) কিম এসব কথা বলেন।

 আগামী ১৭ অক্টোবর মার্কিন বাজেটের সব নগদ অর্থ শেষ হয়ে যাবে। এ সময়ের পর দেশটির প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা দুস্কর হয়ে পড়বে। ফলে এ সময়ের আগে বাজেট পাস নিয়ে দু’দলের মধ্যে সমঝোতা না হলে মার্কিন ইতিহাসে সেটি হবে অর্থনৈতিক ক্ষেত্রে মহাবিপর্যয়।

 মার্কিন প্রেসিডেন্ট ওবামা চাইছেন কেন্দ্রীয় বাজেটে জাতীয় ঋণের সীমা ১৬.৭ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে আর রিপাবলিকান দল চাইছে ওবামার স্বাস্থ্য প্রকল্প বাতিল করতে। এ নিয়ে দেশটিতে গত পহেলা অক্টোবর থেকে মারাত্মক রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা চলছে। ওই দিন থেকেই অর্থের অভাবে মার্কিন বহু সেবাখাত বন্ধ করে দিতে হয়েছে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply