• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গুপ্তচরবৃত্তি: স্নোডেনের সঙ্গে টেলিকনফারেন্স করবে ব্রাজিল

| অক্টোবর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: রাশিয়ায় আশ্রয় নেয়া মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে কথা বলার জন্য মস্কোর কাছে অনুমতি চাইবে ব্রাজিল সরকার। আমেরিকা ও কানাডা সম্প্রতি ব্রাজিলে যে গোয়েন্দা ততপরতা চালিয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহের লক্ষ্যে স্নোডেনকে প্রশ্ন করার জন্য এ অনুমতি চাওয়া হবে।

 গোয়েন্দা ততপরতার বিষয়ে তদন্তে নিয়োজিত ব্রাজিল সংসদের তদন্ত কমিটির উপ প্রধান সিনেটর রিকার্ডো ফেররাকো এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসিলিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আগামী সপ্তাহের বৈঠকে স্নোডেনের সঙ্গে টেলিকনফারেন্সের অনুমতি চাওয়া হবে।

 রিকার্ডো ফেররাকো বলেন, আগামী সপ্তাহে সংসদীয় তদন্ত কমিটি রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবে। ব্রাজিলে গোয়েন্দা ততপরতা সংক্রান্ত খবরের বিষয়ে প্রাথমিক উতস হলেন স্নোডেন এবং সে সময় টেলিকনফারেন্সের মাধ্যমে তাকে প্রশ্ন করার অধিকার চাওয়া হবে।

 কানাডীয় সিক্যুরিটি ইন্টেলিজেন্স সার্ভিস বা সিএসআইএস এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ ব্যাপকভাবে গোয়েন্দা ততপরতা চালিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ব্রাজিল সরকার সংসদীয় তদন্ত কমিটি গঠন করে।

Category: 1stpage, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply