এবার লন্ডনে বৈঠকে বসছে সিরিয়ার বিদ্রোহী ও পশ্চিমা মিত্ররা
ইউরো সংবাদ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, জেনেভা সম্মেলনকে সামনে রেখে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ বৈঠকের নাম দেয়া হয়েছে ‘লন্ডন ১১’।
সিরিয়া নিয়ে দ্বিতীয় জেনেভা আলোচনার প্রস্তুতি হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে উইলিয়াম হেগ জানান।
সিরিয় বিদ্রোহীদের প্রতিনিধি এবং ‘লন্ডন ১১’ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে জানান তিনি। ব্রিটেন, মিশর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জর্দান, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকাকে নিয়ে গঠিত হয়েছে ‘লন্ডন ১১।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, জেনেভা সম্মেলনের প্রস্তুতি এবং সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে সমর্থন দেয়ার বিষয়ে এতে আলোচনা হবে। এছাড়া, রাজনৈতিক উপায়ে যাতে সিরিয়ার চলমান সংকটের সমাধান করা যায় সে বিষয়ে ‘লন্ডন ১১’ বৈঠকে আলোচনা হবে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ