হামলার শিকার মার্কিন এনএসএ ওয়েবসাইট
ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ওয়েবসাইট হ্যাকারদের হামলার কবলে পড়েছিল। শুক্রবার সেটি হামলার কবলে পড়ার পর অবশ্য আবার সচল হয়েছে। শুকবার বিকেলে হঠাৎ করেই এর ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। হ্যাকার আন্দোলনকারী অ্যানানিমাসের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন অবশ্য টুইটারে মার্কিন নিরাপত্তা সংস্থার ওয়েবসাইটে হামলার জন্য দায়িত্ব স্বীকারের ইঙ্গিত দিয়েছেন। তবে এসএনএ’র একজন কর্মকর্তা এ ধরনের দাবি সত্য নয় বলে মন্তব্য করেছেন। এনএসএ মুখপাত্র বলেছেন, এনএসএডটগভ-এ কয়েক ঘণ্টা ঢোকা যায়নি। কারণ নিয়মিত হালনাগাদ করার সময় অভ্যন্তরীণ সমস্যার কারণে এটি ঘটেছিল। এতে হ্যাকাররা হামলা করেছিল বলে যে দাবি করেছে, সেটা আসলে সত্য নয়। হ্যাকারদের দাবি করা একটি টুইটারে বলা হয়েছে, এনএসএ’র ওয়েবসাইট অচল থাকার কারণে ভয় পাওয়ার কিছু নেই। তাদের কাছে ব্যাক আপ কপি রয়েছে। এনএসএতে আইন-কানুন মানার কোন বালাই নেই। তারা মনে করে, তাদের জন্য কোন ধরনের আইনই প্রযোজ্য নয়। আরেকজন টুইট করেছেন, প্রিয় জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ, প্রথম শিক্ষা: তোমরা যদি আমাদের ওপর নজরদারি করো, তাহলে আমরাও তোমাদের জন্য আসছি। এদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের ৩৫ নেতার ফোনে আড়ি পেতেছিল বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন। যুক্তরাজ্যের পত্রিকা গার্ডিয়ান-এর ওয়েবসাইটে বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশ করা হয়েছে। স্নোডেনের ফাঁসকরা নথিপত্র থেকে জানা গেছে, সরকারি অন্য একটি অধিদপ্তরের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) ফোন নম্বরগুলো হস্তান্তর করেছিল। নথি থেকে আরও জানা গেছে, বিদেশী রাজনীতিবিদদের বিস্তারিত যোগাযোগের তথ্যগুলো হোয়াইট হাউজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পেন্টাগনের কর্মীদের মধ্যে ভাগ করে নেয়ার আহ্বানও জানানো হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, ২০০৬ সালের অক্টোবরের তারিখ দেয়া একটি গোপন মেমোতে ছিল, সামপ্রতিক একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিশ্বের ৩৫ জন নেতার ২০০টি ফোন নম্বর এনএসএকে সরবরাহ করেছে। তবে ওই ৩৫ জন নেতার পরিচয় গার্ডিয়ান প্রকাশ করেনি। এই প্রতিবেদনের জবাবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, আমরা আমাদের গোয়েন্দা সংস্থার সব ধরনের কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে যাচ্ছি না। আর যদি নীতির প্রশ্ন ওঠে, তবে আমরা পরিষ্কার করে জানাতে চাই, অন্যান্য দেশ যে ধরনের বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রও সেই ধরনের তথ্য সংগ্রহ করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ