তেহরানে মার্কিনবিরোধী বিলবোর্ড সরানোর নির্দেশ
ইউরোবিডি২৪নিউজঃ ইরান বরাবরই মার্কিনবিরোধী মনোভাব পোষণ করে। তবে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট রুহানি-ওবামার আলোচনাকে অনেকেই ইতিবাচক বলছেন। তারই ধারাবাহিকতায় স্বয়ং সরকারি কর্মকর্তা মার্কিনবিরোধী একটি বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
খোদ রাজধানী তেহরানেই মার্কিনবিরোধী স্লোগান সম্বলিত ওই বিলবোর্ডটি সরানোর নির্দেশ দেয় প্রশাসন।
তেহরান পৌরসভার মুখপাত্র হাদি আয়াজি এ ব্যাপারে সাংবাদিকদের জানান, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তেহরান পৌরসভার সাংস্কৃতিক পরিষদের অনুমতি ছাড়াই ওই বিলবোর্ড তৈরি করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ