• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাষ্ট্রসঙ্ঘে ২৭শে নভেম্বরের মধ্যে আড়িপাতা সিদ্ধান্তে ভোট গ্রহণ

| নভেম্বর 2, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ২৭শে নভেম্বরের আগেই ইলেকট্রনিক ভাবে আড়িপাতা বন্ধ করা নিয়ে খসড়া সিদ্ধান্ত সাধারণ সভায় ভোটের জন্য তোলা হতে চলেছে. এই বিষয়ে খবর দিয়েছে শুক্রবারে ইতার-তাস সংস্থা, রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের কূটনীতিবিদদের মধ্যে যাঁরা এই বিষয়ে জানেন তাঁদের উত্স হিসাবে উল্লেখ করে. তাঁর কথামতো, বর্তমানে বিশ্ব সংস্থার সচিবালয়ে ব্রাজিল ও জার্মানীর পক্ষ থেকে যৌথ ভাবে এই সম্পর্কে খসড়া সিদ্ধান্ত জমা দেওয়া হয়েছে. সাধারণ সভার তৃতীয় পরিষদে দুই দেশের প্রতিনিধিরা যখন এই প্রস্তাবকে মৌখিক ভাবে পেশ করবেন, তারপরে শুরু হবে এই প্রকল্পকে নিয়ে অনানুষ্ঠানিক ভাবে আলোচনা, যাতে অন্যান্য সমস্ত দেশের প্রতিনিধি দলই তাঁদের নিজেদের এই নিয়ে বক্তব্য জানাতে পারবেন.

এই সিদ্ধান্তের খসড়া, যা তৈরী করা নিয়ে ব্রাজিল ও জার্মানী কাজ করছে, তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভূতপূর্ব ভাবে ইলেকট্রনিক গুপ্তচর বৃত্তির প্রকল্পের প্রত্যুত্তরেই করা হচ্ছে. এই দলিলে, যাতে একবারের জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম করা হয় নি, তাতে নির্দেশ করা হয়েছে যে, “বেআইনি ভাবে নজরদারি করা ব্যক্তি জীবনের অধিকার হনন করে ও মত দানের স্বাধীনতাতেও হস্তক্ষেপ করে, আর তারই সঙ্গে গণতান্ত্রিক সমাজের ভিত্তিতেই আঘাত করতে সক্ষম”.

Category: 1stpage, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply