• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গুপ্তচরবৃত্তিতে আমেরিকাকে সহযোগিতা করেছে ইউরোপ: স্নোডেন

| নভেম্বর 2, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য আমেরিকাকে সহযোগিতা করেছে ইউরোপের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। এ তথ্য জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি জানান, ইউরোপের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো ফোনে আড়িপাতার কাজে আমেরিকাকে সহায়তা করেছে।

 স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে- জার্মান, ফ্রান্স, স্পেন এবং সুইডেনের গোয়েন্দা সংস্থাগুলো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করত।

 স্নোডেনের ফাঁস করা তথ্যে দেখা যায়- ইন্টারনেট নজরদারি ও ফোনে আড়িপাতার জন্য এসব গোয়েন্দা সংস্থার কাছে সব ধরনের উন্নত সরঞ্জাম এবং প্রযুক্তি ছিল। এসব দেশ গত পাঁচ বছর ধরে টানা ব্যাপকভিত্তিক গুপ্তরচরবৃত্তির কাজ করে এসেছে।

 ফাইবার অপটিক ক্যাবল ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তাদের পক্ষে গুপ্তচরবৃত্তির কাজ সহজ হয়েছে।

 বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপের জনগণ ও নেতাদের ওপর মার্কিন গুপ্তচরবৃত্তির কারণে জার্মানি, ফ্রান্স ও স্পেন কঠোরভাবে আমেরিকার সমালোচনা করে আসছিল। এখন এসব দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply