বাজেটে ব্যয় হ্রাসের প্রতিবাদে ইতালিতে ছাত্র বিক্ষোভ, সংঘর্ষ
ইউরো সংবাদ: ইতালি সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানী রোম, উত্তরে অবস্থিত তুরিন এবং দক্ষিণ অবস্থিত পালেরমাও-সহ কয়েকটি শহরে সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা সরকারের নতুন বাজেটের প্রতিবাদ জানাতে ছাত্রদের ডাকে ইতালিব্যাপী এ বিক্ষোভ হয়েছে। নতুন এ বাজেটে শিক্ষাখাতেও ব্যয় বরাদ্দ কমানো হয়েছে।
বিক্ষোভকারী ছাত্রদের ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা শিক্ষা, কর্ম এবং বেঁচে থাকার অধিকার চাই’, ‘চাকরির অনিশ্চয়তা, দুঃখ-দুর্দশার মূল্য দিতে হবে’-ইত্যাদি।
বিক্ষোভরত ছাত্ররা বলেছে, আরো ব্যয় সংকোচন করা হলে তাতে ইতালির শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরো অভিযোগ করে, ইতালি বর্তমানে যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে তা বিবেচনায় না এনেই ২০১৪ সালের বাজেটে ব্যয় হ্রাস করা হয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy