ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদের ইসরাইল সফর: হামাসের নিন্দা
ইউরো সংবাদ: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের অধিকৃত ফিলিস্তিন সফরের তীব্র নিন্দা জানিয়েছেন।
হামাস মুখপাত্র সালাহ আল বারদুয়েল বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের এ অঞ্চল সফরে ফিলিস্তিনিদের জন্য কোনো লাভ হবে না এবং অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। হামাস মুখপাত্র আরো বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের ইসরাইল সফর থেকে ফিলিস্তিন সমস্যার ব্যাপারে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আজ রবিবার থেকে তিন দিনের জন্য আধিকৃত ফিলিস্তিন সফর শুরু করেছেন এবং এ সময়ের মধ্যে তিনি জর্দান নদীর পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাস সফর করা ছাড়াও আগামীকাল সোমবার ইসরাইলি সংসদে ভাষণ দেবেন বলে কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী লরেন ফাবিয়াসও প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ