নরওয়ের ৩৩ শতাংশ ফোনে আড়ি পেতেছে এনএসএ: স্নোডেন
ইউরো সংবাদ: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) মাত্র এক মাসেই নরওয়ের তিন কোটি ৩০ লাখ মোবাইল ফোনে আড়ি পেতেছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।
স্নোডেনের ফাঁস করে দেয়া গোপন দলিলপত্রের ভিত্তিতে এ খবর দিয়েছে নরওয়ের দৈনিক দ্যাগব্লাডেট। এতে বলা হয়েছে, ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নরওয়ের মাটিতেই তিন কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৪২টি ফোনে আড়িপাতা হয়েছে।
এদিকে, নরওয়ের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশটির সংস্থা ডাটাটিলসিনেটের পরিচালক জোর্ন এরিখ থন এ খবরের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নরওয়ের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশের বিরুদ্ধে আমেরিকার এ আড়িপাতার ততপরতা মেনে নেয়া যায় না।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যে অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত আছে তা মার্কিন সরকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ