• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নারীর প্রতি সহিংসতার মাত্রা বাড়ছে ফ্রান্সে: মানবাধিকার সংস্থা

| নভেম্বর 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে নারীর প্রতি সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির নারীবাদী মানবাধিকার সংস্থাগুলো। সহিংসতা দমনে ফরাসি সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

 আন্তর্জাতিক নারী অধিকার বিষয়ক সংস্থা- ইন্টারন্যাশনাল লিগ ফর উইমেন রাইটস এর মুখপাত্র অ্যানি সুগির বলেন, অন্তত ১০ শতাংশ ফরাসি নারী শারীরিকভাবে নিগৃহীত হয়। সেই সঙ্গে প্রতি বছর হাজার হাজার নারী ধর্ষিত হয়।

 অ্যানি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এসব ঘটনার বেশিরভাগই কখনও প্রকাশিত হয়না। কারণ ওই সব নারীর স্বামী কিংবা দুষ্কৃতকারীদের আরো লাঞ্ছনার ভয়ে তারা মুখ খোলে না। নারীর প্রতি সহিংসতা দমনে  ফ্রান্স সরকারের কাছে আরো অর্থের বরাদ্দ চেয়েছেন নারী আন্দোলনের এ কর্মী।

 সেই সঙ্গে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা বাড়ানো এবং মহিলাদের অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেয়ার মত প্রতিষ্ঠান তৈরিরও দাবি জানান তিনি।

 এর আগে ফ্রান্সে মুসলিম নারীদের ওপর দুর্বৃত্তদের চড়াও হওয়ার খবর প্রকাশিত হয়। এসব ঘটনায় ফ্রান্সসহ সারা বিশ্বে দেশটির সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply