‘ইইউ ছেড়ে যাওয়া ব্রিটেনের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারা’
ইউরো সংবাদ: বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও’র সাবেক মহাপরিচালক প্যাসক্যাল ল্যামি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে চলে যাওয়া হবে ব্রিটেনের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল।
তিনি বলেন, ব্রিটেন যদি ইইউ ছেড়ে যায় তাহলে দেশটি একক বাজারের সুবিধা হারাবে। ২৮ জাতির এ সংস্থায় ব্রিটেন একক বাজারের বিশাল সুবিধা ভোগ করে আসছে।
প্যাসক্যাল বলেন, ব্রিটিশদেরও আবেগ-অনুভূতি আছে কিন্তু তারা যুক্তিবাদী জাতি। সে কারণে তারা কেন নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবে সেটা বোঝা মুশকিল।
ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার প্রতি সমর্থন জানিয়ে প্যাসক্যাল বলেন, তাদের উপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন নিজেও উপকৃত হবে। কারণ ব্রিটেন নিজে জানে- কিভাবে একক বাজার হিসেবে বিশাল জনগোষ্ঠীকে সেবা দেয়া সম্ভব।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় যেতে পারলে ইউরোপীয় ইউনিয়নে তার দেশ থাকবে কিনা তা নিয়ে ২০১৭ সালের মধ্যে গণভোট দেবেন। ২০১৫ সালে ব্রিটেন নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ