• ১২ অগ্রহায়ণ ,১৪৩১,26 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

১০ জনের মধ্যে একজন ব্রিটিশ নারী যৌন হয়রানির শিকার: জরিপ

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ব্রিটেনে প্রতি ১০ জন নারীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছে। নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

 এ হিসাব অনুযায়ী, ব্রিটেনের ১৮ বছর বয়সী মোট নারীর প্রায় ১৪ লাখ যৌন হয়রানির শিকার হয়েছে। আর শতকরা হিসাবে এ পরিমাণ ৯.৮ ভাগ।

 জরিপ পরিচালনার সময় ১৬ থেকে ৭৪ বছর বয়সী ১৫,০০০ নারীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে জবাবে তারা যৌন হয়রানির কথা জানিয়েছে। এর পাশাপাশি অনেক পুরুষও নির্যাতন কিংবা হয়রানির শিকার হয়েছে।

 ১৩ থেকে ১৫ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেক তাদের পরিবার কিংবা বন্ধুদের হাতে নির্যাতিত হয়েছে। ২৫ কিংবা তার চেয়ে বেশি বয়সী নারীদের শতকরা প্রায় ৭০ ভাগ তাদের বর্তমান ও পুরনো পার্টনারের হাত যৌন হয়রানির শিকার হয়েছে।

 জরিপের প্রধান ওয়েন্ডি ম্যাকডোয়াল বলেন, এ সমস্যা চিহ্নিত করার জন্য  স্কুলগুলোতে জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করা দরকার। তিনি আরো বলেন, যে ব্যক্তি বাল্যবেলায় হয়রানির শিকার হয়েছে ভবিষ্যতে তার আবার হয়রানির শিকার হওয়ার আশংকা বেড়ে যায়।

 গত অক্টোবর মাসে ‘রেইপ ক্রাইসিস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছিল- নারী ও তরণীদের ওপর যৌন হয়রানির ঘটনা শতকরা ৪০ ভাগ বেড়ে গেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply