জ্বালানি খরচ বাড়ানোর প্রতিবাদে লন্ডনের রাস্তায় বিক্ষোভ
ইউরো সংবাদ: ব্রিটেন সরকারে জ্বালানি খরচ বাড়ানোর প্রতিবাদে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা ব্রিটেন সরকারের ব্যয় সঙ্কোচন নীতিরও প্রতিবাদ জানায়। এ সময় তারা দেশটির সরকারকে ‘মুনাফা লোভী’ বলেও উল্লেখ করে। গতকাল (মঙ্গলবার) লন্ডনের কেন্দ্রস্থলে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা দেশের ছয়টি বড় বড় জ্বালানি কোম্পানির বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এসব কোম্পানি গত চার বছরে পাঁচ দফা জ্বালানির দাম বাড়িয়েছে। যার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জ্বালানি সঙ্কটের কারণে প্রচণ্ড ঠান্ডায় মৃত ব্যক্তিদের স্মরণে প্রতিকী কফিন নিয়ে ওই ছয় কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, ২০১২ সালে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড শীতে ৩০ হাজার মানুষ মারা গেছে। এসব মৃত্যুর পেছনে জ্বালানির দাম বাড়ার একটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া গত গ্রীষ্মের গরমেও দেশটিতে ৭০০ মানুষ মারা যায়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK