• ১২ অগ্রহায়ণ ,১৪৩১,26 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বার্মিংহামে প্রথম ইসলামিক বুকফেয়ার সম্পন্ন

| ডিসেম্বর 20, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আল কোরআন একাডেমী লন্ডনের উদ্যোগে বামিংহামের বিয়া লাউঞ্জে প্রথম দুদিনব্যাপী ইসলামিক বুকফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক বইয়ের প্রকাশক, লেখক, বইপ্রেমীদের মিলনমেলায় পরিপূর্ণ ছিলো মেলা প্রাঙ্গণ।

 বুকফেয়ারে বামিংহামের বিভিন্ন ইসলামিক বুক পাবলিকেশন ও বুক শপগুলো ব্যাপকভাবে অংশগ্রহন করেন। ইসলামী বুকশপগুলো বুকফেয়ার উপলক্ষ্যে বিভিন্ন ভাষার ইসলামী বই, ক্যালিগ্রাফি, সিডি, ভিসিডি, তাফসীর, সীরাতগ্রন্থ ও ইসলামী সাহিত্য, বিশেষ ছাড় দিয়ে বিক্রয় করেছে। বুকফেয়ারে ইসলামিক বুক ষ্টল ছাড়াও ইউকের বেশ কয়েকটি চ্যারিটি অর্গানাইজেশনও অংশগ্রহন করে। বুকফেয়ার উপলক্ষ্যে বই-পুস্তক সংক্রান্ত নানাতথ্যে সমৃদ্ধ পেন্সিল নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে মেলা আয়োজক কমিটি।

মেলায় আল কোরআন একাডেমীর পরিবেশনায় বিশ্বের সর্বপ্রথম কালার কোডেড ‘আমার শখের কোরআন মাজীদ’ (ইংরেজী অনুবাদ সহ), বিশিষ্ট ছড়াকার কবি দিলু নাসের এর হামদ এবং নাতে রাসুল বিষয়ক বই ‘যে সুর হৃদয়ে বাজে’ এবং প্রফেসর কবির উদ্দিনের ছোটদের সীরাত গ্রন্থ ‘মুহাম্মদ (সঃ)’ এর মোড়ক উম্মোচন করা হয়।

ইসলামিক বুকফেয়ারের মিডিয়া পার্টনার ছিলো যথাক্রমে চ্যানেল এস টেলিভিশন, বাংলা টিভি, এনটিভি ইউরোপ, চ্যানেল আই, এটিএন বাংলা ও চ্যানেল নাইন । ইসলামিক বুকফেয়ার সফল করার জন্যে এবং নতুন প্রজম্মের কাছে ইসলামী সাহিত্যের পরিচিতি তুলে ধরার জন্যে নেতৃবৃন্দ কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিবছরই ইসলামিক বুকফেয়ারের এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন। বুকফেয়ার আয়োজক কমিটি পরবর্তী আয়োজনকে আরো সমৃদ্ধ করতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

Category: Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply