• ১২ অগ্রহায়ণ ,১৪৩১,26 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

লন্ডনের কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

| ডিসেম্বর 20, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে  আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা ও লন্ডনস্থ বাংলাদেশ দূতাবসের সামনে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ বাংলাদেশ নামের একটি সংগঠন।

গত ১৩ ডিসেম্বর শুক্রবার জুময়া‘র নামাজের পর অনুষ্ঠিত গায়েবানা জানাজায় হাজারো শোকার্ত প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। মূহুর্তের মধ্যে পূর্ণ হয়ে যায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক। সেখানে বাংলাদেশীদের সাথে যোগ দেন অন্যান্য দেশের বহু সাধারন মানুষ। জানাজাকালে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এসব শোকার্ত মানুষ তাদের নিন্দা ও ক্ষোভ জানাতে ছুটে যায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনের বিক্ষোভে। এসময় সেখানে দেশী, বিদেশী মিডিয়া সহ বহু সাংবাদিক উপস্থিত ছিল।

জানাজা পূর্ব বক্তিতায় উপস্থিত শোকার্ত মানুুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক ও নাগরিক কমিটির আহবায়ক এম এ মালেক, জমিয়তে উলামা ইউরোপের আমীর আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, বাংলাদেশ সলিডারিটির সভাপতি নূর বক্স, আবুল হাসনাত চৌধুরী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অন্যায়ভাবে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে শুধুমাত্র রাজনৈতিক কারনে রাজাকার খেতাব দিয়ে ফাসির নামে হত্যা করা হলো। দেশ ও জাতির জন্য এটি একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। রাতের আঁধারে মানুষকে না জানিয়ে শহীদ আব্দুল কাদের মোল্লর দাফন করে ফেললেও তার জানাযা ঠেকিয়ে রাখতে পারেনি সরকার। তার প্রতি দেশবাসীর শ্রদ্ধা তার মর্যাকে বাড়িয়ে দিয়েশে শতগুনে। তিনি একজন নিষ্পাপ ও সৎ মানুষ তা জাতির শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমানিত হয়েছে। বক্তারা বলেন, শুধু দেশের প্রতিটি প্রান্তেই নয় সমগ্র বিশ্বের প্রত্যেকটি দেশে অনুষ্ঠিত হয়েছে তার গায়েবানা জানাজা। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মানবাধিকার সংস্থা সহ সকলেই। নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে শহীদ কাদের মোল্লার গায়েবানা নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করে রাস্ট্র পক্ষ। অথচ এত কিছুর পরেও আটকে রাখতে পারেনি জনশ্রোতকে। বক্তারা আরো বলেন, শুক্রবার গভীর রাতে লাশ তার বাড়ির উঠানে পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন, গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীরা। শহীদ কাদের মোল্লার মৃত্যুতে সারা দেশ শোকে স্তদ্ধ হয়ে গেছে। বক্তারা এ হত্যাকান্ডকে রাস্ট্রিয় হত্যাকান্ড বলে অভিহিত করে বলেন, এ হত্যাকান্ডের দ্বায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না। এ সরকারের পতন ঘটিয়েই এ হত্যাকান্ডের বদলা নেয়া হবে।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply