• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টানা ষষ্ঠবারে মতো বর্ষসেরা মানব নির্বাচিত হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার জনগণ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব হিসেবে নির্বাচিত করেছে। নতুন এক মতামত জরিপের ভিত্তিতে পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব নির্বাচিত করা হয় এবং এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন তিনি।

চলতি বছরের মতামত জরিপ পরিচালনা করেছে রুশ এনজিও লেভান্ডা সেন্টার। চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাশিয়ার ১৩০টি গ্রাম, শহর ও নগরের ১,৬০৩ ব্যক্তির ওপর এ জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী রুশ নাগরিকদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি ছিল বলে জানানো হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ শতাংশ পুতিনকে বর্ষসেরা মানব নির্বাচিত করেছেন। এ ছাড়া, সাত শতাংশ এক্ষেত্রে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বেছে নিয়েছেন। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে বেছে নিয়েছেন এ জরিপে অংশগ্রহণকারী চার শতাংশ মানুষ।

২০০৮ সালের জরিপে পুতিন ৪০ শতাংশ ভোট পেয়েছিলেন এবং তারপর থেকে প্রতি বছর তিনি বর্ষসেরা মানব নির্বাচিত হচ্ছেন।

এ দিকে আলাদা এক মতামত জরিপে ৪৪ শতাংশ ভোট পেয়ে পুতিন বর্ষসেরা রাজনীতিবিদও নির্বাচিত হয়েছেন।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply