• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যাজক সেজে শুমাখারকে দেখতে গেলেন সাংবাদিক!

| জানুয়ারী 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেতে হলে ভক্ত, সাংবাদিকদের দূরে থাকতে হবে – বাধ্য হয়ে এ কথা বলেছেন মিশায়েল শুমাখারের এজেন্ট৷ ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তিকে দেখতে সবাই এত মরিয়া যে ছদ্মবেশে ঢোকার চেষ্টাও হয়েছে!

রোববার ফ্রেঞ্চ আল্পস-এ স্কি করতে গিয়ে পড়ে যান শুমাখার৷ মাথা পাথরে ঠুকে যাওয়ায় তাঁর জীবন এখনো সংকটে৷ তবে গত দু’দিনে অবস্থার আর অবনতি হয়নি বলে জানিয়েছেন শুমাখারের এজেন্ট সাবিনে কেম৷ ওদিকে, ফ্রান্সের গ্রেনবেল হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যায় পড়েছে দর্শনার্থীদের নিয়ে৷ প্রতিদিন প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে হাসপাতালের সামনে৷ অনেকেইজার্মান সুপারস্টার শুমাখারকে এক নজর দেখতে মরিয়া৷

বেশি মরিয়া সাংবাদিকরা৷ এক সাংবাদিক নাকি যাজকের বেশে ঢুকেও পড়েছিলেন হাসপাতালে৷ তবে ফর্মুলা ওয়ানের সফলতম ড্রাইভার শুমাখারের কাছে চলে যাবার আগেই থামানো হয় তাঁকে৷ এ ঘটনার পর সাবিনে কেম শুমাখারের সুচিকিৎসা এবং নিরাপত্তার জন্য সবাইকে হাসপাতালে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন৷

রোববার নিজের ছেলে মিকের সঙ্গে স্কি করতে গিয়েছিলেন ‘শুমি’৷ মাথায় হেলমেট ছিল৷ তবু পা হড়কে পড়ে যাওয়ায় মাথায় ভয়ংকর চোট পান৷

কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে কাছের রিসর্টে নিয়ে যায় মাউন্টেন পুলিশ৷ তখনও শুমাখারের জ্ঞান ছিল৷ রিসর্ট থেকে হাসপাতালে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি হয় তাঁর৷ শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্য সুবিখ্যাত নিউরোসার্জন জেরাঁ সাইয়োঁ প্যারিস থেকে আসার পর পরই অচেতন হয়ে যান শুমাখার৷ সে অবস্থাতেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এরপর তাঁর ব্রেনের ‘প্রেসার’ কমানোর জন্য শুমাখারকে ওষুধ দিয়ে কোমায় রাখা হয়৷ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, শুমাখারের অবস্থা একটু ভালোর দিকে হলেও আরো ৪৮ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে৷ বুধবার জানা গেল, অবস্থার আর অবনতি হয়নি – এটাই একমাত্র সুখবর, তবে সংকট কাটেনি এখনো৷

ফর্মুলা ওয়ানে বলতে গেলে সবই পাওয়া হয়ে গেছে ৪৪ বছর বয়সি মিশায়েল শুমাখারের৷ সাতটি ড্রাইভার শিরোপার পাশাপাশি জিতেছেন ৯১টি গ্রাঁ প্রিঁ শিরোপা – এমন সাফল্য এখনো অনেক বড় বড় ফর্মুলা ওয়ান তারকার কাছে শুধুই স্বপ্ন৷ ২০১০ সালে শুমাখার আবারো ফিরে আসেন ফর্মুলা ওয়ানে৷ আর এখন, স্কিয়িং করতে গিয়ে জীবনের ট্র্যাক থেকেই যেন তাঁর ছিটকে পড়ার মতো অবস্থা৷

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply