• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

চেক প্রজাতন্ত্রে রহস্যজনক বিস্ফোরণে ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিহত

| জানুয়ারী 1, 2014 | 0 Comments

নিহত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল

আন্তর্জাতিক: চেক প্রজাতন্ত্রে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল এক রহস্যজনক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। রাজধানী প্রাগে নিজ বাসভবনে এক বিস্ফোরণের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চারঘন্টা পর তার মৃত্যু হয়।

 ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাক্স স্থানান্তরের সময় জামাল ওই বিস্ফোরণের শিকার হন। চেক পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি কূটনীতিকের ওপর পূর্ব-পরিকল্পিত হামলার কোনো আলামত তারা পায়নি।

 বিস্ফোরণে প্রচণ্ড মানসিক আঘাত পাওয়া ৫২ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাগের সুচডোল এলাকার একটি দ্বিতল ভবনে বুধবার এ বিস্ফোরণ ঘটে। সংবাদদাতারা জানিয়েছেন, নিজের বাসভবন পরিবর্তনের সময় জামাল একটি পুরনো বাক্স বহন করছিলেন এবং এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়।

 চেক প্রজাতন্ত্রের ফিলিস্তিনি মিশনের মুখপাত্র নাবিল  আল-ফাহেল চেক রেডিওকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় পরিবারের সঙ্গে নিজের নতুন ফ্ল্যাটে অবস্থান করছিলেন জামাল। জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, তাদের রাষ্ট্রদূত অতি সম্প্রতি তার ওই নতুন ফ্ল্যাটে উঠেছিলেন।

 জবরদখলকারী ইসরাইলের হাতে নিজেদের বেশিরভাগ ভূমি হারানো ফিলিস্তিনি জনগণের কোনো স্বীকৃত স্বাধীন দেশ নেই। ফিলিস্তিনের মূল ভূখণ্ডের বেশিরভাগ জায়গা জুড়ে বিরাজ করছে অবৈধ ইসরাইল। এর দুই প্রান্তে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ বসবাস করছেন। এ ছাড়া, নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত বাকি ফিলিস্তিনিরা রয়েছেন বিভিন্ন আরব দেশে শরণার্থী হিসেবে।

 পশ্চিম তীর শাসন করছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ এবং গাজা উপত্যকা রয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রণে। মাহমুদ আব্বাস অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছেন বলে বিশ্বের বিভিন্ন দেশে তার নেতৃত্বাধীন সরকারের দূতাবাস রয়েছে। চেক প্রজাতন্ত্রের রাজধানীতে সেরকম দূতাবাসেরই প্রধান ছিলেন জামাল আল-জামাল।

 তবে তার নিহত হওয়ার ঘটনাটি রহস্যজনক। ইহুদিবাদী ইসরাইল গত প্রায় ৭০ বছরে এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে শত শত ফিলিস্তিনি নেতা ও কূটনীতিককে হত্যা করেছে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply