• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট ওলাঁদ

| জানুয়ারী 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট  ফ্রাঁসোয়া ওলাঁদ আবারো সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তার দেশের সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন- এসএনসি’র প্রধানকে দেয়া সাক্ষাতে ফ্রান্সের এ সমর্থনের কথা ঘোষণা করেন।

 লেবাননের আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট  সৌদি আরবের রাজধানী রিয়াদে এসএনসি’র প্রধান আহমেদ জারবার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেয়ার পাশাপাশি তাদেরকে আরো সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

 ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ  সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাতেও মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে সিরিয়া পরিস্থিতি এবং ইরানের পরমাণু বিষয়ে মতবিনিময় করেছেন। এদিকে, সৌদি কর্মকর্তারা ফ্রান্সের কাছ থেকে আরো অস্ত্র কেনার বিনিময়ে তেহরান ও দামেস্কের ওপর চাপ সৃষ্টির জন্য প্যারিসকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন।

 সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উতখাত করার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তার জন্য ফ্রান্সের সহযোগিতা খুবই জরুরী। রিয়াদ চায় জাতীয় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে চেষ্টা চলছে প্যারিস যেন তাতে বাধা দেয়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply