• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো বাংলাদেশ

| জানুয়ারী 5, 2014 | 0 Comments

দেশের খবর: মহান বিজয়ের ৪২তম বর্ষপূর্তিতে বাংলাদেশের তৈরি মানব পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সময় গতকাল (শনিবার) এ স্বীকৃতির খবর প্রকাশ করা হয় গিসেন ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। (http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-national-flag).  

সেনাবাহিনীর সহায়তায় মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড  গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে  এ মানব পতাকা  নির্মাণ করে। যেখানে ২৭ হাজার ১১৭ জন মানুষ অংশ নেন। বিশ্ব রেকর্ডের জন্য মানব পতাকাটি ৫ মিনিট ধরে দেখানোর কথা থাকলেও বাংলাদেশ  এটি ৬ মিনিট ১৪ সেকেন্ড ধরে প্রদর্শন করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ কেবল একটি দিনকে উদযাপনই করেনি একই সাথে বিশ্বের সামনে দেশের মানুষের  ঐক্যকে তুলে ধরেছে। মানব পতাকা তৈরিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সেনা সদস্যরা অংশ নেন।  তাদের বেশিরভাগই ছিলেন বয়সে তরুণ। গিনেস অনুমোদিত একটি প্রতিনিধি দল এটি দেখে  রিপোর্ট দেয়ার পর কর্র্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি প্রদান করার খবরটি তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ও টুইটারে  একযোগে প্রকাশ করে। সর্বশেষ সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ২০১২ সালের ২১ অক্টোবর লাহোরের জাতীয় হকি স্টেডিয়ামে পাঞ্জাব ইয়থ উৎসবে এ রেকর্ডটি করেছিল ২৪ হাজার ২০০ জন মানুষ।  রবি মানুষের ভেতরের শক্তিতে বিশ্বাস করে। জ্বলে উঠুন আপন শক্তিতে সেøাগান নিয়ে রবি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
এদিকে বাংলাদেশের মানবপতাকাকে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়ায় প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও এর আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, এ সাফল্য গোটা জাতিকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রীর অভিনন্দন
পৃথিবীর সর্ববৃহৎ মানবপতাকা তৈরি করে বাংলাদেশ গিনেসবুকে বিশ্ব রেকর্ড করায় বাংলাদেশ সেনাবাহিনীসহ এই উদ্যোগের অংশীদার সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা তরুণরা সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান।
মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী বলেছেন, তরুণ প্রজন্ম স্বাধীন পতাকার মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।

তিনি আরো বলেন, বাংলাদেশী জাতি মাথা নোয়াতে জানে না। এ জাতি তাদের মেধা, শ্রম আর সততা দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিবে এদেশের সূর্য সন্তানরা।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply