• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবীতে ফ্রান্সের তুলুজে সেমিনার অনুষ্টিত

| জানুয়ারী 5, 2014 | 0 Comments

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত পহেলা জানুয়ারী ২০১৪ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন,তুলুজ,ফ্রান্স এর উদ্দ্যোগে আ্যাসোসিয়েশন এর কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

নতুন বছরের প্রথম দিনে প্রবাসের শত কর্মব্যাস্ততা ফেলে রেখে দেশ মাতৃকার টানে রাজনৈতিক মতাদর্শ ভুলে ভিন্নধর্মী এ আয়োজনে উপস্তিত সবার একটাই দাবী ছিল সহিংসতা মুক্ত বাংলাদেশ।বাংলাদেশের বর্তমান পরিস্তিতিকে ইতিহাসের সবচেয়ে খারাফ সময় আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন সরকার ও বিরোদীদলকে এখনই সহিংসতা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।দেশের উন্নয়নে সিংহ ভাগ ভুমিকা রাখা প্রবাসীদের আবদার আমাদের সোনার বাংলাদেশ শান্তিপুর্ন ও গনতান্ত্রিক দেখতে চাই।

সেমিনার থেকে ফ্রান্সে নি্যুক্ত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়,ইউরোপিয়ান ইউনিয়ন,জাতিসংঘ সদর দফতর,বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিরোধীদলের নেতার কাছে দেশে শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেন।তুলুজে অবস্হানরত–বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতীক দলের নেতাকর্মীর উপস্তিতিতে বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন,তুলুজ এর সাংগঠনিক সম্পাদক এহসান আহমদ ঠিঠু,র উপস্তাপনায় বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন,তুলুজ,র সভাপতি ফকরুল আকম সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন  বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন,তুলুজ,র সাধারন সম্পাদক ওসমান হোসেন মনির,সহ সভাপতি ফারুক আহমদ,সিনিয়র সদস্য তাজিম উদ্দীন খোকন,সদস্য শওকত হোসেন বিপু,খোকন আহমদ,ক্রীড়া সম্পাদক ফেরদৌস খান,লিপু,আমান আহমদ,আমিনুর রহমান,ফয়ছল,প্রমুখ।  উল্লেখ্য ইউরোপে এই প্রথম বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতৃবৃন্দের উপস্তিতিতে এ সেমিনার অনুষ্টিত হলো যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে দেখাতো দুরে,কথা বলতেও লজ্জাবোধ করেন।সেমিনারে উপস্তিত নেতৃবৃন্দ মনে করেন এরকম সেমিনার বাংলাদেশের গনতন্ত্র বাস্তবায়নে জোরালো ভুমিকা রাখবে ও একটি মডেল হিসাবে কাজ করবে।সভায় বক্তারা ইউরোপের বাংলাদেশী অধ্যুষিত প্রত্যেক শহরে রাজনৈতিক পরিচয় পেছনে ফেলে দেশের স্বার্থে বর্তমান সরকার ও বিরোদীদলের সহিংসতা বন্ধে গনতান্ত্রিক প্রতিবাদ করার জন্য সকল বাংলাদেশীদের কাছে জোর দাবী জানান।বক্তারা বাংলাদেশের নাগরিক এর স্বিকৃতী স্বরুপ ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply