ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছরের পরিবর্তে ১৫ বছরে বৃদ্ধি।
ইউরো সংবাদ: ১লা জানুয়ারী ২০১৪ সাল থেকে ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।
তবে এই নিয়ম ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ১৮ বছরের নিচের অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পূর্বের ১০ বছর মেয়াদ কাল বলবৎ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১লা জানুয়ারী ২০১৪ থেকে এই বর্ধিত মেয়াদ কালের নতুন পরিচয় পত্র প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে ২রা জানুয়ারী ২০০৪ সাল থেকে ৩১শে ডিসেম্বর ২০১৩ সালের মধ্যে যে সকল প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ১০ বছর মেয়াদ কালের পরিচয় পত্র প্রদান করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পরিচয় পত্রে মেয়াদ উত্তীর্নের তারিখের কোন রকম পরিবর্তন ছাড়াই এই ৫ বছরের বর্ধিত মেয়াদ কাল স্বয়ংক্রিয় ভাবে কার্যকর করা হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ