ব্যালন ডি’অর জিতলেন রোনালদো
আন্তর্জাতিক : ফিফা ব্যালন ডি’অর নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগালের এ স্ট্রাইকার পরাস্ত করেছেন লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি অবশ্য এর আগে টানা চারবার এ পুরস্কার জয় করেছেন।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে যখন তার নাম উচ্চারণ করলেন তখন তিনি তার পাশে দাঁড়ানো রাশিয়ান বান্ধবী ইরিনাকে চুমু খান এবং এরপর তার চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে থাকে। দর্শক সারিতে বসা তার মায়ের চোখ বেয়েও তখন অশ্রুর ঢল। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার তাকে অভিনন্দন জানান। এরপর তিনি পেলে ও মিশেল প্লাটিনির হাত থেকে পুরস্কার তুলে নেন। সেরা কোচ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ ইয়প হেইঙ্কিস।
সেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানির গোলরক্ষক নাদিন অ্যাঙ্গারার। এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় ব্রাজিলের পেলেকে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ