টোকিওতে প্রবাসীদের বড়দিন উপলক্ষে জাঁকজমক পূর্ণ আয়োজন
বিশ্বজুড়ে বাংলা: জাপানের রাজধানী টোকিও এর কিতা আকাবানে কুমিন সেন্টারে বাংলাদেশী প্রবাসীরা গত ২৩ ডিসেম্বর ২০১২ বড়দিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ জাপান খ্রীষ্টান সোসাইটি। সন্ধ্যা ৫.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত জাপান প্রবাসী বাংলাদেশীরা সহ অনেক জাপানি এই আয়োজন উপভোগ করে। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার সাসাকি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুয়েল আহসান কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যেরম গমেজ। উপস্থিত প্রধান অথিতি, বিশেষ অথিতি ও সংগঠনের সভাপতির বক্তব্যের পর কেক ও শ্যাম্পাইন পরিবেশন মাধ্যমে উল্লাস করে উপস্থিত অথিতিরা। শিশু কিশোরদের নিয়ে ‘ওয়িশ ইয়উ ম্যারি খ্রিস্মাস’ গানটির মধ্য দিয়ে বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিশু কিশোরদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ববিতা পোদ্দার। এরপর নৈশ ভোজ ও উত্তরণ এর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। জাঁকজমক পূর্ণ এই আয়োজনে জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, প্রত্রিকার সম্পাদক ও সাংবাদিক সহ স্বপরিবারে সকল ধর্মের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলেন।
Category: বিশ্বজুড়ে বাংলা