নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের মহান বিজয় দিবস উদ্যাপন
বিশ্বজুড়ে বাংলা: বিগত ২৫ শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ আলোচনা সভা ও বিজয় উৎসবের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবী। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবার রহমান মিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস শাকুর খান মাখন, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, সাংগঠনিক সম্পাদক শীমূল হাসান। মহানগর আওয়ামীলীগের কুইন্সবরো সাউথ শাখার সভাপতি আলহাজ্জ মোঃ জানাঙ্গীর আলম, ব্রুকলীন শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম নজরুল, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকন ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা সাইফুল আলম সিদ্দিকী।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক এম. এইচ করিম জাহাঙ্গীর, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রহমান মামুন, সদস্য আলী হোসেন গজনভী, সদস্য নুরুল আবছার সেন্টু। নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস আহমদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, সহ-সভাপতি মহিউদ্দিন কোষাধ্যক্ষ এম. এইচ মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি বড়–য়া।
অনুষ্টানের শুরুতে স্বাধনিতা সংগ্রামসহ স্বাধীকার আদায়ের সকল সংগ্রামে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্রগ্রন্থ কোরআন শরীফ থেকে পাঠ করে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ধর্ম বিয়ক সম্পাদক বিশেষ অতিথি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। নিউইয়র্ক মহানগ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন চৌধুরী লিটন ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কুইন্সবরো সাউথ শাখার সাংস্কৃতিক সম্পাদক চিত্রা এষের পরিচালনায় সবই দাড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
Category: বিশ্বজুড়ে বাংলা