• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বার্লিন ফ্যাশান উইক ২০১৪

| জানুয়ারী 19, 2014 | 0 Comments

Berlin Fashion Week 2014 Designerin Esther Perbandt

আভিজাত্য ও বিশুদ্ধ

বার্লিন ফ্যাশান উইকের উদ্দেশ্যই থাকে আগামী হেমন্তে বাজারে কোন পোশাক গ্রহণযোগ্যতা পাবে সেটাকে উপস্থাপন করা৷ বার্লিনের ডিজাইনার হিয়েন লি-র ট্রেন্ড হলো বেল্ট ও বোতাম ছাড়া ছিমছাম পোশাক নয়ে হাজির হয়েছেন, যা একইসাথে আভিজাত্য ও মনে পবিত্রতা এনে দেয়৷

Berlin Fashion Week 2014 Lena Hoschek

সব সময়ের গ্ল্যামার

অস্ট্রিয়ান বংশোদ্ভূত ডিজাইনার লেনা হোশেকের পোশাকের ধরণটা অনেকটা হিয়েন লি-র মতোই৷ তবে তাঁর কাপড়ের নকশায় ৪০ এবং ৫০-এর দশকের স্টাইলের কথা আপনাকে মনে করিয়ে দেবে৷ অনেক লেস, ঘের দেয়া স্কার্ট এবং ফুলেল নকশার পোশাক যে কোনো বয়সের মানুষের জন্যই উপযোগী৷

Berlin Fashion Week 2014

সর্বকালের সেরা জিন্স

যে কোনো মেয়েরই পছন্দের পোশাকের তালিকায় আজকাল রয়েছে জিন্স৷ এই মডেলরা নিশ্চয়ই এই পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন৷ উত্তর-পশ্চিম জার্মানির মডেল লুইসা হার্তেমাকে দেখা যাচ্ছে এখানে৷ তাঁর পরনের শার্ট আর কালো হ্যাট দেখে মনে হতে পারে যে, নিজের আলমাড়ি থেকে নিয়ে এগুলো গায়ে চড়িয়েছেন তিনি৷

Berlin Fashion Week 2014 Lexy Hell

ফ্যাশান মঞ্চে ট্যাট্যু

সারা শরীরে ট্যাটু বা উল্কি আঁকা এই মডেলের নাম লেক্সি হেল৷ ডিজাইনার মার্ক স্টোনের পোশাক পড়েছেন তিনি৷ তাঁর এই ট্যাটু সেইসব মানুষদের জন্য যাঁরা ফ্যাশান উইকে এসেছেন শুধুই দেখতে, ফ্যাশানের সাথে যাঁদের কোনো সম্পর্ক নেই৷

Berlin Fashion Week 2014 Alexandra Fischer-Roehler und Johanna Kuehl

দেখানো এবং দেখা

ফ্যাশান উইকে পোশাকের মতো দর্শকরাও বেশ গুরুত্বপূর্ণ৷ এখানে জার্মান ডিজাইনার লাবেল রিয়ানি দর্শককে নিয়ে গেছেন একেবারে আর্কটিকে৷ মডেলদের পোশাকে তাই অফ হোয়াইটের সাথে রূপালি এবং ধূসর রঙের উপস্থিতি৷

Berlin Fashion Week 2014 Rebekka Ruetz

ফ্যাশান উইক মানেই সুন্দরীদের ছড়াছড়ি

ফ্যাশান উইক মানেই সুন্দরী মডেলদের ছড়াছড়ি৷ মঞ্চে এসব মডেলদের উপস্থিতি কিন্তু ডিজাইনারদের পোশাককে সুন্দরভাবে উপস্থাপন করে৷

Berlin Fashion Week 2014 Bobby Kolade

বার্লিনের পোশাকে বাংলাদেশের রানা প্লাজা

উঠতি মডেল আর ডিজাইনারদের মিলনমেলা বার্লিন ফ্যাশন উইকে এবার বাংলাদেশের পোশাক শ্রমিকদের দুর্দশার চিত্রও ফুটে উঠেছে৷ গত বছর সেরা তরুণ ডিজাইনারের পুরস্কার জেতা ববি কোলাড এবারের বার্লিন ফ্যাশন উইকে পোশাকে ফুটিয়ে তুলেছেন রানা প্লাজা ধসের ছবি৷ যা নজর কেড়েছে সবার৷

Berlin Fashion Week 2014 Schwanenflügel und Pupke

আয়োজনে ব্যয় ২৫০ কোটি ইউরো

১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে বার্লিন ফ্যাশন সপ্তাহ৷ ফ্যাশনের এই বার্ষিক উৎসবকে সফল করতে জার্মান সরকারও বেশ উদ্যোগী৷ প্রতি বছর এই ফ্যাশন সপ্তাহকে কেন্দ্র করে আয় হয় প্রায় ২৫০ কোটি ইউরো৷

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German

About the Author ()

Leave a Reply