নিষেধাজ্ঞা শিথিলের পর ইউরোপের ব্যবসায়ীরা ছুটছেন ইরানে
ইউরো সংবাদ:ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর এক তরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এখন ইউরোপের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ছুটে আসছেন ইরানের দিকে।
গত সোমবার হতে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিতে শুরু করেছে ইউরোপ ও আমেরিকা। গত ২৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হওয়ার পর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসহ ইউরোপের বহু দেশ ইরানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে।
এ সম্পর্কে জার্মান চেম্বার্স অব কমার্সের বাণিজ্য সম্পর্ক বিভাগের প্রধান ভলকার ট্রেইয়ার বলেন, “রাজনৈতিক সম্পর্কে একটু স্বস্তি আসার পর ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বেড়েছে।”
ইরানে ব্যবসা করার বিষয়ে মিটিং করার জন্য সংগঠনটি এরইমধ্যে জার্মানির বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে। জার্মান ব্যবসায়িদেরকে দ্রুত ইরানের শূন্য বাজার পূরণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইরানে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূতও তার দেশের ব্যবসায়ীদের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছেন। এসব ব্যবসায়ি ইরানের বাজারে ব্যবসা করতে খুবই আগ্রহী। এছাড়া, ফ্রান্সও অন্তত ১০০টি কোম্পানির বিশাল প্রতিনিধিদল তেহরান পাঠাচ্ছে যারা ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর জন্য আলোচনা করবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ