• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রিটেনের কারাগারে আত্মহত্যা ও হত্যাকাণ্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

| জানুয়ারী 24, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনের কারাগারগুলোতে আটক বন্দীদের মধ্যে আত্মহত্যা এবং তাদেরকে হত্যাকাণ্ডের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রিজন রিফর্ম ট্রাস্টের পক্ষ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ব্রিটেনের বিচার মন্ত্রণালয়।

 প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৩ সালে ব্রিটিশ কারাগারগুলোতে চার ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে এ পর্যন্ত ব্রিটেনে এত বেশি বন্দী কারাগারে নিহত হয়নি। এ ছাড়া, ২০১৩ সালে ব্রিটিশ কারাগারগুলোতে অন্তত ৭০ বন্দী আত্মহত্যা করেছে। ২০০৮ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ।

 এ ছাড়া, পুরুষ বন্দীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা প্রতি বছর বাড়ছে। গত বছর ব্রিটেনের পাঁচটি পুরুষ কারাগারের প্রত্যেকটিতে তিনজন করে বন্দী আত্মহত্যা করেছে। তবে ২০০৭ সাল থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার কারণে নারী বন্দীদের মধ্যে আত্মহত্যার পরিমান কমেছে।

 স্বাধীন দাতব্য প্রতিষ্ঠান ‘হাওয়ার্ড লীগ ফর পেনাল রিফর্ম’ বন্দীদের আত্মহত্যার জন্য ব্রিটিশ সরকারের নিপীড়নমূলক নীতিকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, কারাগারগুলোর বাজেট কমিয়ে দেয়ার পাশাপাশি জেলখানাগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার কারণে তাদের মধ্যে মনোপীড়ন সৃষ্টি হচ্ছে এবং তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

 হাওয়ার্ড লীগ আরো বলেছে, ২০ বছর আগের তুলনায় বর্তমানে যখন বন্দীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে তখন কারাগারগুলোর বাজেট কমিয়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রান্সেস ক্রুক ব্রিটিশ কারাগারগুলোতে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যথাযথ ব্যবস্থা নেয়া গেলে প্রতিটি মৃত্যু ঠেকানো যেত।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply