• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রিটেনে ইউরোপীয় অভিবাসীদের জন্য আসছে কঠিন পরীক্ষা; কমবে সুবিধা

| ফেব্রুয়ারী 20, 2014 | 0 Comments

 

ব্রিটেনের কর্ম এবং পেনশন বিষয়ক মন্ত্রী ইয়াইন ডানকান স্মিথ

 ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অভিবাসীদের জন্য ব্রিটেনে আগামী মাস থেকে কঠিন পরীক্ষা নেয়া হবে। ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকরা ব্রিটিশ সরকারের দেয়া বিভিন্ন সুবিধা পেতে গেলে এই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

 ব্রিটেনের কর্ম এবং পেনশন বিষয়ক মন্ত্রী ইয়াইন ডানকান স্মিথ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মিনিমাম আর্নিং থ্রেশহোল্ড নামে এ পরীক্ষায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের প্রমাণ করতে হবে যে, তারা গত তিন মাসের প্রতি সপ্তাহে ১৫০ ডলারের কাছাকাছি আয় করেছে। তিনি বলেন, এ সংস্কারের মাধ্যমে ব্রিটেনের সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতা আসবে এবং সত্যিকারের শ্রমিক ও চাকরি সন্ধানকারীদের জন্য এ সুবিধা বরাদ্দ দেয়া হবে।

 ব্রিটিশ মন্ত্রী জানান, ইউরোপীয় জোটের ২৮টি সদস্য দেশের নাগরিকদেরকে মিনিমাম আর্নিং থ্রেশহোল্ড পরীক্ষার মুখোমুখি হতে হবে। এর মাধ্যমে কর্মীদের মর্যাদা নির্ধারণ করা যাবে। আগামী ১ মার্চ থেকে এ পরীক্ষা চালু হবে।

 ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যরা এর আগে সতর্ক করেছিলেন যে, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসীরা শ্রমিক সুবিধা হাতিয়ে নিচ্ছে। নতুন নিয়ম চালু হলে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসীদের জন্য আগামী ১ এপ্রিল থেকে বাড়িভাড়ার সুবিধা বন্ধ হতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply