• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সমঝোতায় সম্মত ইউক্রেনের দু’পক্ষ; কিয়েভে ইউরোপীয় প্রতিনিধিদল

| ফেব্রুয়ারী 20, 2014 | 0 Comments

  ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিরোধীদল সংঘাতের অবসান ঘটাতে সম্মত হওয়ার পর একটি ইউরোপীয় প্রতিনিধিদল কিয়েভ সফরে গেছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত এ প্রতিনিধিদল ইউক্রেনের সরকার ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে।

 ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি-না সে বিষয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার আগে এ প্রতিনিধিদলটির কিয়েভ সফর অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গল ও বুধবার ইউক্রেনের রাজধানীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হওয়ার পর এসব উদ্যোগ নেয়া হলো। নিহত ব্যক্তিদের স্মরণে আজ (বৃহস্পতিবার) দেশটিতে একদিনের শোক পালন করা হবে।

 তিন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর শুরু করার আগে ইউক্রেনের চলমান সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে দু’পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বা জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস হুমকি দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা ছাড়া এ ধরনের রক্তপাত বন্ধ করা যাবে না। তিন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর শেষে ব্রাসেলসে উড়ে যাবেন এবং সেখানে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে ইইউ নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে।

 এর আগে বুধবার রাতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও বিরোধীদলীয় নেতারা সংলাপে বসতে সম্মত হন। এ ছাড়া, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সেনাপ্রধান কর্নেল জেনারেল ভ্লোদিমির জামানাকে বরখাস্ত করে নৌ কমান্ডার অ্যাডমিরাল ইউরি ইলিয়িনকে তার স্থলাভিষিক্ত করেন। সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে এ পরিবর্তনের কারণ জানা যায়নি।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply