স্বাধীনতা প্রশ্নে গণভোটের বিরুদ্ধে ব্রিটিশ কৌশল ব্যর্থ: স্কটিশ মুখ্যমন্ত্রী
ইউরো সংবাদ: স্কটিশ মুখ্যমন্ত্রী অ্যালেক্স সেলমন্ড বলেছেন, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের বিরুদ্ধে ব্রিটিশ কৌশল ব্যর্থ হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরে স্কটল্যান্ডে এই গণভোট অনুষ্ঠিত হবে। স্কটিশরা স্বাধীনতার পক্ষে ভোট দিলে এই অঞ্চলটি যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাবে।
ব্রিটিশ সরকার আসন্ন গণভোটে স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে বাধ্য করার জন্য স্কটিশদের মনে নানা ধরনের ভয়-ভীতি ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। একইসঙ্গে তিনি বলেন, স্কটল্যান্ড স্বাধীনতা অর্জন করলে ব্রিটিশ মুদ্রা ব্যবহারের সুযোগের বিনিময়ে ‘ফাসলেন’ ঘাঁটিতে ব্রিটেনকে পরমাণু অস্ত্র রাখার অনুমতি দেয়া হবে না।
সম্প্রতি ব্রিটেনের একজন মন্ত্রী বলেছেন, স্কটল্যান্ড যাতে ‘ফাসলেন’ ঘাঁটিতে পরমাণু অস্ত্র রাখার অনুমতি দেয় সে বিষয়ে আলোচনার চেষ্টা করতে পারে লন্ডন। পরমাণু অস্ত্র রাখার বিনিময়ে তিনি স্কটল্যান্ডকে ব্রিটিশ মুদ্রা স্টারলিং পাউন্ড ব্যবহারের অনুমতি দেয়ার কথা বলেন।
স্কটল্যান্ডে স্বাধীনতার পক্ষে জনমত ক্রমেই বাড়ছে। জনমত জরিপের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৪০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেবে। এটি গত বছরের আগস্টের পর সর্বোচ্চ। গণভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাধীনতার পক্ষে সমর্থন আরও অনেক বাড়বে বলে স্বাধীনতাপন্থীরা আশা করছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ