‘ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রমাণ ন্যাটোর হাতে নেই’
আন্তর্জাতিক: ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো প্রমাণ ন্যাটো বাহিনীর হাতে নেই বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন এ বাহিনীর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন।
ইউক্রেন সংকট নিয়ে ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জনান।
রাসমুসেন বলেন, “দুঃখজনকভাবে আমি এ নিশ্চয়তা দিতে পারছি না যে, রাশিয়া তার সৈন্য প্রত্যাহার শুরু করেছে। আমরা যেটা দেখেছি তার ভিত্তিতে আমি একথা বলছি।” ন্যাটো মহাসচিব এমন সময় একথা বললেন যখন ইউক্রেনের পাশ্চাত্যপন্থী সরকার গতকাল সোমবার জানিয়েছিল, দেশটির সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে রাশিয়া।
ইউক্রেন ও আমেরিকা অভিযোগ করছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক সেনা সমাবেশ করেছে রাশিয়া। এক গণভোটের জের ধরে ক্রিমিয়া রাশিয়ায় যোগ দেয়ার পর ইউক্রেন এ আশঙ্কা প্রকাশ করেছে যে, সীমান্তবর্তী রুশ বংশোদ্ভুত আরো এলাকা দখল করে নিতে পারে রাশিয়া। কিন্তু মস্কো শুরু থেকেই এ ধরনের সম্ভাবনা নাকচ করে আসছে। এ ছাড়া, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিফোনালাপে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রুশ ফেডারেশনে ক্রিমিয়ার অন্তর্ভূক্তির জবাব কীভাবে দেয়া যায় সে বিষয়ে আলোচনার জন্য ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রাথমিকভাবে রুশ সীমান্তে সেনাশক্তি বাড়ানোর যে উদ্যোগ পাশ্চাত্য নিয়েছিল তা থেকে তারা সরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ন্যাটো মহাসচিব বলেছেন, রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধান যে সবচেয়ে ভালো উপায় সে বিষয়ে সবাই একমত
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ