রাশিয়ার সঙ্গে ঠাট্টা করছে ন্যাটো: দিমিত্রি রোগোজিন
ইউরো সংবাদ: রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার যে সিদ্ধান্ত ন্যাটো জোট নিয়েছে তার নিন্দা জানিয়েছে মস্কো। রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ন্যাটো জোটের সিদ্ধান্তকে উপহাস করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট হয়তো মস্কোর সঙ্গে ঠাট্টা করছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক ও বেসামরিক সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়ার পর এ প্রতিক্রিয়া জানাল মস্কো। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিন মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, ন্যাটোতে নিযুক্ত রুশ প্রতিনিধি আলেক্সান্ডার গ্রুশকো বলেছেন, পশ্চিমা সামরিক জোটের এ সিদ্ধান্ত রাশিয়ার সঙ্গে এটির সম্পর্ককে অচলাবস্থার মুখোমুখি দাঁড় করাবে। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন এ জোট শীতল যুদ্ধের দিকে ফিরে যেতে চায়। তার মতে, পশ্চিমা দেশগুলোর কর দাতাদেরকে প্রতারিত করে সামরিক খাতে বাজেট বাড়ানোর কৌশল হাতে নিয়েছে ন্যাটো। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় বলে যে অভিযোগ পশ্চিমা দেশগুলো করেছে তাকে ভিত্তিহীন ও বাস্তবতা-বিবর্জিত বলেও মন্তব্য করেন গ্রুশকো।
এ ছাড়া, রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা অ্যালেক্সি পুশকভ বলেছেন, শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো তার কার্যকারিতা হারিয়েছিল। ইউক্রেন সংকট পাশ্চাত্যকে আবার মৃত শীতল যুদ্ধের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের অজুহাত এনে দিয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ