প্রেসিডেন্ট আসাদ কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না: রাশিয়া
আন্তর্জাতিক: রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, “সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন দফা জেনেভা সম্মেলনের পূর্বশর্ত হিসেবে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, যারা সিরিয়া সংকট সমাধান করতে চান তাদের কাছে সন্ত্রাসবাদ দমন অগ্রাধিকার পাওয়া উচিত। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ পর্যন্ত জেনেভায় দু’বার আন্তর্জাতিক সম্মেলন হলেও কোনো সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। এ কারণে জাতিসংঘ আবার জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা শুরু করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত অনুমোদিত সব প্রস্তাবে বলা হয়েছে, যেকোনো ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। বিশ্বের অন্যত্র সন্ত্রাসবাদ দমনযোগ্য হলে সিরিয়ায় তাকে উৎসাহিত করা যায় না। কোনো অবস্থায়ই সন্ত্রাসবাদ সমর্থনযোগ্য নয়। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় যেসব নৃশংসতা ও পাশবিকতা চালাচ্ছে তার নিন্দা জানান ল্যাভরভ।
সিরিয়ায় ২০০১ সালের মার্চ থেকে পশ্চিমা মদদে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১,৫০,০০০ মানুষ নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের মিত্রশক্তি কাতার, সৌদি আরব ও তুরস্ক এ সহিংসতায় সিরিয়ার সন্ত্রাসীদের অর্থ ও অস্ত্রসহ নানা দিক দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ