• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘রোমা’ সম্প্রদায়কে রক্ষায় ব্যর্থ হয়েছে ইউরোপ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

| এপ্রিল 8, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপ ‘রোমা’ সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’। আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক রোমা দিবস উপলক্ষে এক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, ইউরোপে রোমা সম্প্রদায়ের এক কোটি থেকে এক কোটি ২০ লাখ মানুষ সব সময় উচ্ছেদের হুমকি, পুলিশি নির্যাতন ও নানা হামলার মুখে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপের নেতারা জনগণের মাঝে রোমা সম্প্রদায়বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছেন। রোমাদেরকে অসামাজিক ও অনাহূত হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্রান্সে রোমা সম্প্রদায়ের অনেকেই মারাত্মক দারিদ্রের মধ্যে রয়েছেন।

 মধ্য ইউরোপের অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী হচ্ছে ‘রোমা’। অতীত কাল থেকে যাযাবর জীবনে অভ্যস্ত হওয়ায় ইউরোপের তথাকথিত আধুনিক ব্যবস্থার সঙ্গে এখনও নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি রোমা সম্প্রদায়। এ কারণে ইউরোপের সব দেশেই এই সম্প্রদায়ের মানুষ মারাত্মক বৈষম্য ও অনাচারের শিকার। তাদেরকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে আসার সুযোগ করে দেয়ার পরিবর্তে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চলছে প্রতিনিয়ত। তথাকথিত আধুনিক ইউরোপীয়দের দৃষ্টিতে, বঞ্চিত ও লাঞ্ছিত এসব মানুষ আজকের ইউরোপের জন্য বেমানান। পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপ মানবাধিকারের কথা বললেও নিজ নাগরিকদের সঙ্গে যে অমানবিক আচরণ করছে, তা সত্যিই দু:খজনক।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply