ফ্রান্সের ক্রিকেট তৃতীয় বিভাগে প্যারিসের বাংলাদেশে ক্রিকেট ক্লাব
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বুটবলের ঐতিহ্যবাহী দেশ ফ্রান্স আসক্ত হচ্ছে ক্রিকেটের দিকে। আর ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে বিজয় দিয়ে অনশিলন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ফ্রান্স।
ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে তৃতীয় বিভাগে বাঁচাই পর্বে স্থান পেয়েছে প্যারিসের বাংলাদেশে ক্রিকেট ক্লাব। উদ্ভোধনী খেলায় টচে জেতে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলংকাকে ব্যাট করার আহবান করে বাংলাদেশ।
বিশ ওভারের খেলায় বোলারদের দায়িত্বশীল বলিং ও ফিল্ডিং নৈপুণ্যতায় ৯৯ রানে শ্রলঙ্কাকে হারাতে হয় তাদের সবকটি উইকেট ।
১০০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। উদ্ভোধনী জুটির দুর্দান্ত ব্যাটিঙ্গে মাত্র পাঁচ ওভারে চলে আসে ৫২ রান বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যরিসের পক্ষে।
কিন্তু পাঁচ ওভারের শেষের দিকে প্রথম উইকেটের পতন হলে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে স্থায়ীত্বের অবনতি ঘঠে। শুরু হয় উইকেট পতন। এক এক করে হারিয়ে ফেলে শাতটি উইকেট। প্রচন্ড চাপের মধ্যেও হাল ছাড়েনী বাংলাদেশের খেলোয়াড়রা। তিন উইকেট হাতে রেখে বাংলাদেশ তাদের লক্ষে পৌঁছে যায়। শুরু হয় উদ্ভোধনী খেলায় বিজয়ের উল্লাশ।
বাংলাদেশ দলের অফিসিয়াল স্পন্সর বাংলাদেশ বিজনিস কন্সলিটিং এর চেয়ারম্যান কাজি এনায়েত উল্লাহ পুরু খেলা চলাকালিন সুময়ে দর্শক গ্যালারীতে বসে খেলোয়াডদের উ ৎসাহ দেন। তিনি মনে করেন, বাংলাদেশ দলের প্রথম সফলতা এবং বাংলাদেশের খেলোয়াড় ফ্রান্সে জাতীয় ক্রিকেটে স্থান করে নেয়ার জাতীয় উদ্দ্যগের একটি অংশ।
বাংলাদেশ দলের ক্যাপ্টেন শাকিল আহমদ বলেন, ভালো ফলাফল করতে পারলেই বাংলাদেশের খেলোয়াড় ফ্রান্সের জাতীয় দলে স্থান করে নিতে পারবে।
৩য় বিভাগের বাঁচাই পর্বের বিজয় বা রানার্সাপ হলেই বাংলাদেশে ফ্রান্সের ২য় বিভাগে খেলার সুযোগ পাবে । তবে বাংলাদেশ ভাল খেলতে পারে বলে প্রশংসক করেন শ্রীলংকা দলের ম্যানেজার ।
বাচাই পর্বের খেলায় বাংলাদেশ ক্রিকেট ক্লবার সুযোগ পাওয়ায় ফ্রান্স প্রবাসী ক্রিড়া প্রেমিদের মাঝে উদ্দিপনা পাশাপাশি প্রচুর প্রবাসি বাংলাদেশি খেলা দেখতে মাঠে এসেছিলেন। মাঠে থেকে দলকে উৎসাহিত করেন ফ্রান্স ইয়থ ক্লাবের সভাপতি মমিন শরীফ, সাধারন সম্পাদক টি এম রেজা প্রমুখ, ।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ