গণহত্যা ইস্যুতে ফ্রান্সকে এক হাত নিলেন রুয়ান্ডার প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে (সোমবার) বলেছেন, সত্যকে বদলে দেয়া যাবে না। কোন দেশ সত্য বদলে দেয়ার ক্ষমতা রাখে না। রুয়ান্ডায় গণহত্যার ২০তম বার্ষিকী উপলক্ষে এক গণশোকানুষ্ঠানে ফ্রান্সকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সত্য অস্পষ্ট হয়ে যাওয়া উচিত নয়। একইভাবে ক্ষতিগ্রস্তদের অপরাধীতে পরিণত করাও ঠিক নয়। ইতিহাস পরিবর্তনের জন্য জনগণকে ঘুষ দেয়া বা জোর-জবরদস্তি করা যায় না। কোন দেশেরই সত্যকে বদলে দেয়ার ক্ষমতা নেই। সত্য সব সময় সত্যই।
শেষের কয়েকটি শব্দ তিনি ফরাসি ভাষায় উচ্চারণ করেন। এর আগে রুয়ান্ডার প্রেসিডেন্ট ১৯৯৪ সালের গণহত্যায় ফ্রান্স জড়িত ছিল বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ফরাসি সেনারা দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা প্রদানের কথা বললেও গণহত্যায় সহযোগিতা করেছে। এমনকি তারা সরাসরি হত্যায় জড়িত ছিল। তার এই ঘোষণার পর রুয়ান্ডায় গণহত্যার ২০ বছরপূর্তির স্মরণসভায় প্রতিনিধি পাঠায়নি ফ্রান্স।
বিশ বছর আগে সংঘটিত ওই গণহত্যায় প্রায় আট লাখ লোক প্রাণ হারান। ১৯৯৪ সালের ৬ এপ্রিল বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা নিহত হলে এই গণহত্যা শুরু হয়। ফ্রান্স তখন রুয়ান্ডার নিহত প্রেসিডেন্ট হাবিয়ারিমানার মিত্র হিসেবে গণহত্যায় অংশ নেয়। ফ্রান্সের সহায়তায় হুতু সম্প্রদায় তুতসি সম্প্রদায়ের মানুষের ওপর বর্বর এই গণহত্যা চালায়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ