জাপানের উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিশ্বজুড়ে বাংলা ডেস্ক: জাপানের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছরের মতো এবারো জমজমাট ভাবে উদযাপন হয়েছে। ২ ডিসেম্বর’২০১২ টোকিওর কিতা শহরের তাকিনোগাইয়া কাইকান এ আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও জাপানীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার জীবন রঞ্জন মজুমদার ও উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ এর দলনেতা বিশ্বজিৎ দত্ত বাপ্পা। অনুষ্ঠানে জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক পরামর্শদাতা ও দূতালয় প্রধান মাসুদুর রহমান এবং বাণিজ্যিক পরামর্শদাতা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জাপানে বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মামুনের (কোরাস শিল্পী সহ) মুখোস নেবেন মুখোস নামক সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং শেষ হয় যেরম গমেজ এর চিত্র নাট্য ও পরিচালনায় একটি মঞ্চ নাটক দিয়ে।
অনুষ্ঠানে ‘মারু মারু মোরি মোরি’ জাপানি ভাষার গানের সাথে রামিশা, শ্রেয়া ও রুহি নৃত্যাভিনয় করে যা উপস্থিত শিশুকিশোরদের বিশেষ আনন্দের খোরাক হয়। মিথুনের পাগলা হাওয়া গানটি দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়া নাজিম, শাহীন, রুমি, ববিতা, শরাফুল, গোমেজ, নাকামুরা, ছুটি, জাফরিন, তুলি, জলি, রতন, বাচ্চু, মাসুদ পিনু, সাঞ্জয় এবং বিমান বিভিন্ন গান, নাচ ও যন্ত্র বাজিয়ে অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে। গীতবাদ্য পরিচালনা করেন গমেজ, শব্দ পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় ছিলেন রতন ও রুমি, মঞ্চ এবং আলোক বিন্যাস এর দায়িত্বে ছিলেন দিতু। অনুষ্ঠান উপস্থাপনা করে মৌটুসি দত্ত। অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাসুদ, ডলি, কায়ো, সঞ্জয় এবং বিমান, সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দলনেতা বিশ্বজিৎ দত্ত বাপ্পা।
Category: বিশ্বজুড়ে বাংলা