• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

চট্টগ্রাম পরিষদ ফ্রান্সের নতুন কার্যকরী কমিটি

| জানুয়ারী 7, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত রবিবার বিকাল ৫ ঘঠিকার সময় মানবাধিকারের শ্রেষ্ঠ পাদপীঠ ফ্রান্সের রাজধানী ,শিল্প-সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসের এক রেস্টুরেন্ট-এ বৃহত্তর চট্টগ্রাম পরিষদ ফ্রান্স এর নতুন কার্যকরী কমিটি গঠণ উপলক্ষে চট্টগ্রামবাসীর এক বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রাšস প্রবাসী চট্টলবাসীর স্বতঃফূর্ত এই সমাবেশে নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব উত্তম বড়ূয়া’র উপস্থাপনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ইউরোপীয়ান মানবাধিকার নেতা সৌমেন বড়–য়া (লিটন), সভায় আরো বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী ও সর্ব ইউরোপীয়ান হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু উদয়ণ বড়ুয়া, সদ্য বিদায়ী সভাপতি মফিজ খান, বিদায়ী সাধারণ সম্পাদক দেবেশ বড়–য়া, সর্বজনাব ব্যবসায়ী মো: নুরুচ্ছাফা, মো: মোস্তাফিজুর রহমান, মো: নুরূল হক হাকিম , ইঞ্জিনিয়ার কল্যানমিত্র বড়–য়া, বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েসন সভাপতি বাবু দীপংকর বড়ূয়া, ব্যবসায়ী স্বপন চৌধূরী প্রমুখ। দেশের বাইরে অব¯হান করায় কমিউনিটি ব্যক্তিত্ব , বিশিষ্ট সংগঠক ও সফল ব্যবসায়ী এবং নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান জনাব শরীফ আল-মমিন সভায় যোগদানকারী প্রবাসী চট্টগ্রামবাসীসহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে টেলি-কনফারেন্সের মাধ্যমে সংহতি প্রকাশ করেন।

সভাশেষে সভার সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জনাব মঞ্জুরুল হাসান চৌধূরী সেলিম কোন প্রতিদ্বন্দি না থাকায় বৃহত্তর চট্টগ্রাম পরিষদ ফ্রান্সের নতুন কার্যকরী কমিটির (২০১৩-২০১৪) সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা এবং সাবেক ছাত্রনেতা জনাব মানিক এম বাবলু, সাধারন সম্পাদক হিসেবে রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব সুমন বড়–য়া ,সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্রনেতা মিনহাজুল ইসলাম সুমন ,অর্থ সম্পাদক হিসেবে সুজয় বড়–য়া এবং প্রচার সম্পাদক হিসেবে বাবু স্বদেশ বড়–য়া (চন্দন) ’র নাম ঘোষনা করলে  তা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply