• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে আগামী শরৎ-এ নতুন করে তৈরী হচ্ছে ৭৫% আয়কর আইন

| জানুয়ারী 12, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ফ্রান্স সরকার ঘোষণা করেছেন, ফ্রান্সের মিলিয়নিয়ারদের ওপর ৭৫% আয়কর সংক্রান্ত সংশোধিত আইনটি আগামী শরৎ-এ পুনঃদাখিল ও ২০১৪ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে।

জুনিয়র বাজেট মন্ত্রী Jerome Cahuzac বলেন, পুনঃখসড়াকৃত ট্যাক্স বিল এই বছরের অর্থ আইনের অংশ হবে। আইনের মূল সংস্করণটি আসতে বিলম্ব হবার কারণটি হল,  সংসদীয় কমিটি দ্বারা আইনটি অসাংবিধানিক বিবেচিত ছিল।

একাধিক মিডিয়ার সঙ্গে  সাক্ষাত্কারে Cahuzac বলেন: “আমি আজ ঠিক বলতে পারছিনা যে কখন নতুন অর্থ আইন সংসদে উত্থাপিত হবে  … সর্বোচ্চ শরৎকালের মধ্যেই হবে।”

তিনি বলেন, প্রেসিডেন্ট ওলাদের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারের ৭৫% ট্যাক্স হার,  যা যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। Mr Cahuzac আরও বলেন, পরিকল্পনানুসারে, দুই বছরের পরিবর্তে, পাঁচ বছরের জন্য ট্যাক্স প্রযোজ্য হতে পারে।

সংসদীয় কমিটি রায় দেয় যে, এ আইনের মূল বাক্যের বিষয়বস্তু  অন্যায্য ছিল কারণ এটি একটি ব্যাক্তিগতভাবে প্রয়োগকৃত আয়কর, যখন অন্যান্য আয়কর পারিবারিক পর্যায়ে প্রয়োগ করা হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স

About the Author ()

Leave a Reply