• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘সামরিক দিক থেকে রাশিয়ার চেয়ে বহুগুণে উন্নত আমেরিকা’

| এপ্রিল 22, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ চায় না মস্কো কারণ রাশিয়ার জানা আছে সেদেশের চেয়ে মার্কিন সামরিক বাহিনী বহুগুণে উন্নত। সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

ওমাবা বলেন, আমেরিকার সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে যেতে চায় না রাশিয়া; তাদের ভাল ভাবেই জানা আছে, প্রচলিত বাহিনীর দিক থেকে রাশিয়ার চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত ও সেরা আমেরিকা। গত শনিবার কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের কাছ দিয়ে রুশ জঙ্গি বিমানের উড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ওবামা।

তিনি দাবি করেন, আমেরিকা যুদ্ধ চায় না। ওয়াশিংটন চায়, ইউক্রেনের মত দেশগুলো প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখুক এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিক। আমেরিকা বা রাশিয়ার তাতে বাধা দেয়া উচিত নয়। এ সাক্ষাৎকারে ইউক্রেনের অস্থিতিশীলতার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন ওবামা।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply