জ্যাকসন হাইটসে আগুনে ২০টি বাংলাদেশী প্রতিষ্ঠান পুড়ে ছাই
বিশ্বজুড়ে বাংলা: নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে গত ২১শে এপ্রিল সোমবার (নিউ ইয়র্ক সময়) ভয়াবহ এক আগুনে প্রায় ২০টি বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বিকাল পৌনে ৫টার দিকে ব্লোজম বিল্ডিংয়ের তিনতলার একটি অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় বিশটি ইউনিট ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার পর বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো
বন্ধ করে দেয়া হয়। উৎসুক মানুষের ভিড় সামলাতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়। এসময় বন্ধ করে দেয়া হয় ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিট থেকে ৭৬ স্ট্রিট পর্যন্ত রাস্তা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। আশেপাশের রাস্তাগুলোতে তীব্র জ্যামের সৃষ্টি হয়।
প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। ব্লোজম বিল্ডিংটিতে প্রায় ২০টি বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল। সবগুলো প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বিল্ডিংয়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেলিলিংকসহ বেশ কয়েকজন প্রতিষ্ঠানের মালিক জানান, তাদের প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ এখনও কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যে কারণে তারা ক্ষতির কারণ জানতে পারেননি। আগুন কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
Category: 1stpage, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা