• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউক্রেনে রুশ স্বার্থে আঘাত এলেই পাল্টা জবাব: ল্যাভরভ

| এপ্রিল 27, 2014 | 0 Comments

ইউরো সংবাদ:রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রুশ স্বার্থে আঘাত এলেই পাল্টা জবাব দেয়া হবে। ‘রাশা টুডে’ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আজ (বুধবার) এ কথা বলেছেন।

সের্গেই ল্যাভরভ আরও বলেছেন- “আমরা আক্রান্ত হলে অবশ্যই জবাব দেব।” দক্ষিণ ওশেটিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, রুশদের স্বার্থের ওপর সরাসরি আঘাত এলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাব দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। ২০০৮ সালে দক্ষিণ ওশেটিয়া ইস্যুতে জর্জিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল রাশিয়া। সেখানে রুশ বাহিনী জর্জিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েক দিন ধরে অভিযান চালায়।

 ইউক্রেনের রুশপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ক্রিমিয়া অঞ্চলটি রুশ ফেডারেশনে যোগ দিয়েছে। ক্রিমিয়া ছিল ইউক্রেনের অংশ। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনও রাশিয়ার সমর্থনে মিছিল হচ্ছে। ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই রুশভাষী।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply